• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১৬ উইকেটের দিনে ৩৪ রানের লিড দক্ষিণ আফ্রিকার


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২১, ২০২৪, ০৫:১৩ পিএম
১৬ উইকেটের দিনে ৩৪ রানের লিড দক্ষিণ আফ্রিকার

ঢাকা:  দিনের খেলা আরও ৬ ওভার বাকি ছিল। কিন্তু মিরপুর স্টেডিয়ামে দেখা দিল আলোক স্বল্পতা। আগেভাগেই তাই শেষ হলো দিনের খেলা।

এর আগে ৬ উইকেটে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা ৩৪ রানে, হাতে এখেনা ৪ উইকেট আছে প্রোটিয়াদের।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। 

দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান এই ম্যাচে বাংলাদেশ দলে খেলা একমাত্র পেসার হাসান মাহমুদ। তিনি এইডেন মার্করামকে বােল্ড করে ফেরানোর পর বাকি ৫ উইকেটই নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৩তম ৫ উইকেট।

এর আগে বাংলাদেশকে লাঞ্চের ঠিক আগে ১০৬ রানে অলআউট করতে ৩টি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ। নিজের প্রথম উইকেটটি পেয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রাবাদা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান।

এআর

Wordbridge School
Link copied!