• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ইনিংস হারের শঙ্কায় টাইগাররা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০২৪, ০২:৪৯ পিএম
ইনিংস হারের শঙ্কায় টাইগাররা

ঢাকা: ২০২ রানের লিড নেওয়ার পর অলআউট হলো দক্ষিণ আফ্রিকা। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে স্টাম্পড করে প্রোটিয়া ইনিংসের সমাপ্তি টেনে দেন লিটন দাস। অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা করেছে ৩০৮ রান।

১১৪ রান করে আউট হয়েছেন ভেরেইনা। এই উইকেটকিপার ব্যাটসম্যানের ১৪৪ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ২টি ছক্কায়। ভেরেইনাকে ফেরানোর আগে মিরাজ ফিরিয়েছেন ড্যান পিটকেও।

এদিকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বিপদে টাইগাররা। সাদমান ইসলামের পর মুমিনুল হককেও ফেরত পাঠালেন কাগিসো রাবাদা। রানের খাতা খোলার আগেই ব্যাক অব লেংথ ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দিলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। চা বিরতির আগে বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ১৯ রান। বাংলাদেশ এখনো পিছিয়ে ১৮৩ রানে। 

বিশাল রানের বোঝা মাথায় নিয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না সাদমান ইসলাম। তৃতীয় ওভারে কাগিসো রাবাদার বলে ব্যাট-প্যাড ছুঁয়ে শর্ট লেগে ধরা পড়েন ২ রান করা বাঁহাতি ওপেনার।

এআর

Wordbridge School
Link copied!