ঢাকা: অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে বসল বাংলাদেশ। সাত উইকেটের এই হারে আলাদাভাবে কাউকে দোষ দিচ্ছেন না টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
বরঞ্চ দলীয়ভাবেই বাংলাদেশ হেরেছে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের অসাধারণ ইনিংসটিকে এই টেস্টের একমাত্র 'ইতিবাচক' দিক হিসেবে ধরে নিচ্ছেন তিনি।
২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যদিও এই ইনিংসেও শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় ১১২ রানে ছয়জন ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে। ফলে ইনিংস পরাজয়ের শঙ্কা জাগে।
আর তখনই জাকের আলীকে সঙ্গে নিয়ে ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ। এই জুটিতে জাকের করেন ৫৮ রান। মিরাজ চতুর্থ দিন পর্যন্ত টিকে থেকে করেন ৯৭ রান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও বাংলাদেশকে ১০৬ রানের লিড উপহার দেন তিনি।
যদিও সেই লক্ষ্য সহজেই টপকে যায় সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে। অসাধারণ একটি ইনিংসে দলকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে চেয়েছিলেন মিরাজ। এ ছাড়া উলেখ করার মতো খেলেনি কেউই। শান্ত নিজে দুই ইনিংসে করেন ৭ ও ২৩ রান
আলাদাভাবে অবশ্য কাউকে দোষ দিতে নারাজ শান্ত, 'আমরা দল হিসেবে হেরেছি। আমরা আলাদাভাবে নির্দিষ্ট কাউকে দোষ দিচ্ছি না। তবে দল হিসেবে আমরা হেরেছি। ম্যাচে ফিরে আসতে পারাটা দারুণ। আমরা দুইশ রান পিছিয়ে ছিলাম তবে ম্যাচে ফেরাতে মিরাজ দারুণ খেলেছে।'
'এর আগে এমনটা আমরা অনেক বেশি করিনি। এটা দারুণ কিছুই ছিল। ব্যাটিং ইউনিট হিসেবে নতুন বলে আমাদের আরও দায়িত্ব নিতে হবে। বোলিং গ্রুপ হিসেবেও আমাদের উন্নতির জায়গা আছে। পরের ম্যাচে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে।'
এআর