• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
আজ মিরাজের জন্মদিন

ঘুরে-ফিরে ব্যর্থতার দায় কাঁধে নেওয়ার গল্প


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২৪, ২০২৪, ০৭:৪০ পিএম
ঘুরে-ফিরে ব্যর্থতার দায় কাঁধে নেওয়ার গল্প

ঢাকা : আজ ২৫ অক্টোবর মেহেদী হাসান মিরাজের জন্মদিন। এই বিশেষ দিনের আগে গতকাল আরো একটি টেস্ট ম্যাচ হারের অংশীদার হলেন মিরাজ। আবারো টেস্ট হার, আবারো ব্যাটিং ব্যর্থতার সেই পুরনো গল্প। পাকিস্তান সফরের পর থেকে গত তিন টেস্টে হারের পর ব্যাটিংয়ের ব্যর্থতা ঘিরেই সব আলোচনা। বারবার হারের পর ব্যর্থতার দায় মেনে নিতে নেন টাইগাররা। ঘরের মাঠেও ব্যতিক্রময় হয়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে ৭ উইকেটে হারের পর বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে মিরাজও বললেন, এই ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিচ্ছেন তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রথমেই আসলো মিরাজের সেঞ্চুরি না পাওয়ার প্রসঙ্গ। কেননা ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে যান মিরাজ।

এই অলরাউন্ডার বলেন, ‘একটা ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস হলে অবশ্যই খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগছে। সেঞ্চুরি করার চেয়ে সবচেয়ে বড় কথা, যে পরিকল্পনায় খেলছিলাম, সেটা বাস্তবায়ন করতে পারলে ভালো লাগতো। আমি সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি, চিন্তা করেছিলাম দলকে কোন জায়গায় নিয়ে যেতে পারি।’ 

সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে রান করতে পারছে না বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ টাইগাররা। নতুন বলে ৫-৬ নম্বরের ব্যাটারদের ব্যাটিং করতে হলে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়, সেটাও বললেন মিরাজ। 

তিনি বলেন, ‘ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে। হয়তো এই জন্যে আমরা ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়, উপরের দিকে জুটি খুবই গুরুত্বপূর্ণ। টপ অর্ডার থেকে যদি একটা ভালো শুরু দেওয়া যেতে পারতো তাহলে আমার মনে হয়, পরের ব্যাটারদের জন্য সহজ হতো।’

মিরাজ আরও বলেন, ‘আপনি দেখেন যে, পাকিস্তানে আমরা যখন গত সিরিজটা খেলেছিলাম, টপ অর্ডার থেকে ব্যাটসম্যানরা ভালো একটা শুরু এনে দিয়েছিল। পরে যারা ছিল তাদের কাজটা সহজ হয়ে যায়। টেস্ট ক্রিকেটে ৫-৬ নম্বর ব্যাটসম্যানকে যদি নতুন বল খেলতে হয় তাহলে একটু কঠিন। অবশ্যই আমরা সেটা নিয়ে কাজ করছি, টপ অর্ডার ব্যাটাররা যাতে সফল হতে পারে।’

মিরপুরে সব সময় ভালো খেলে বাংলাদেশ। কিন্তু এবার মূদ্রার উল্টো পিঠ দেখালেন টাইগাররা। সব কিছু নিজেদের পক্ষে থাকার পরও সফল হতে পারেনি তারা।

মিরাজ বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সব কিছুই আমাদের পক্ষেই ছিল। আমরা টস জিতেছি। আমরা চেয়েছিলাম যে ব্যাটিং করতে। মিরপুরের উইকেটে চতুর্থ দিনে ব্যাটিং করা কঠিন। আমরা ওই ভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা রান করতে পারিনি। যদি দ্বিতীয় ইনিংসের রানটা প্রথম ইনিংসে হতো তাহলে ম্যাচটি ভিন্ন হতে পারতো। প্রথম ইনিংসেই আমরা ব্যাকফুটে পড়ে গিয়েছিল। ১০৬ রানে অলআউট হয়ে গিয়েছি। দুই সেশনের আগে অলআউট হয়েছি। টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকার কাছে হারের দায় নিজেদের কাঁধে নিলেন মিরাজ। তিনি বলেন, ‘এটা আমাদের ব্যর্থতা। এটা স্বীকার করছি। অবশ্য আমরা টিম হিসেবে খেলতে পারিনি। এক-দুই জন ভালো খেললে দল কখনো ভালো ফল করতে পারবে না। যে জিনিসটা আমরা পাকিস্তানে করে এসেছি।’

মিরাজ মনে করেন, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। টেস্ট ক্রিকেটে স্কোর বোর্ডে রান জমা না পড়লে, তা বোলারদের জন্য কঠিন হয়ে পড়ে। বোলার ভালো বোলিং করেছে। চাপ নিয়ে যে বোলিং করেছে তারা, এজন্য তাদের কৃতিত্ব দিতে হবে বলে জানান মিরাজ। ঘরের মাঠে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি টাইগাররা। সামনের ম্যাচে জয় পেলে এই হতাশা কাটিয়ে উঠা যাবে। বাংলাদেশ দলে সাকিবের জায়গা মিরাজ পূরণ করবে- এমনটা বলা হলেও মিরাজের বক্তব্য হলো- সাকিব সাকিবের জায়গায় এবং মিরাজকে মিরাজের জায়গায় দেখা উচিত। দুজনের সঙ্গে তুলনা না করার অনুরোধ জানান এই অলরাউন্ডার।

মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই ঢাকা টেস্টের লড়াই করে হেরেছে বাংলাদেশ। প্রবল চাপের মধ্যে ব্যাটিং উপভোগ করেন বলে জানালেন মিরাজ।

তিনি বলেন, ‘সব সবময় আমি কঠিন পরিস্থিতিতে ব্যাটিং উপভোগ করার চেষ্টা করি। আমি চিন্তা করি যে, এটা আমার জন্য একটা সুযোগ। আমি যদি ভালো খেলি তাহলে এখান থেকে হিরো হওয়ার সুযোগ থাকবে।’

এমটিআই

Wordbridge School
Link copied!