• ঢাকা
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

সেমি-ফাইনালে ভুটানকে পেল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৫, ২০২৪, ০৯:৩০ এএম
সেমি-ফাইনালে ভুটানকে পেল বাংলাদেশ

ঢাকা: নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভুটানের। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে দিনের শুরুতে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও ভুটান; ওই ম্যাচে মুড়িমুড়কির মতো গোল করে ১৩-০ ব্যবধানের জয় তুলে নেয় ভুটান।

তাতে গ্রুপ সেরা হতে শ্রীলঙ্কার বিপক্ষে কমপক্ষে ৬ গোলের ব্যবধানের জয় দরকার ছিল নেপালের। ৬-০ ব্যবধানে জিতেই গোল ব্যবধানে এগিয়ে থাকার সমীকরণ মিলিয়ে নিয়েছে তারা।

প্রথম সেমি-ফাইনালে আগামী রোববার মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটান ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা।

গত জুলাইয়ে দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভুটান ও বাংলাদেশ। যথাক্রমে ৫-১ ও ৪-২ গোলে জিতেছিল পিটার বাটলারের দল।

একই দিনে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। দুই বছর আগে একই ভেন্যুতে সেরা চারের লড়াইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল নেপাল। পরে ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের।

এআর
 

Wordbridge School
Link copied!