• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শান্তকেই অধিনায়ক হিসেবেই রেখে দিতে চায় বিসিবি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৬, ২০২৪, ০৬:৩৮ পিএম
শান্তকেই অধিনায়ক হিসেবেই রেখে দিতে চায় বিসিবি

ঢাকা: অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাকে হাতছাড়া করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

শান্তর পাশে দাঁড়িয়ে তার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় বিসিবি। তার অধীনেই দল খেলুক পরবর্তী সিরিজ-টুর্নামেন্ট, চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

অফ ফর্ম আর দলীয় ব্যর্থতায় সম্প্রতি শান্ত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির শীর্ষস্থানীয় বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম অবশ্য দাবি করলেন, তাদের আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি। তবে যদি শান্ত এই সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করে তাকেই অধিনায়ক হিসেবে রেখে দিতে চায় বোর্ড।

'অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমার কাছে এখনও আসেনি। অফিসিয়ালি জানতে পারিনি এটার সত্যতা কতটুকু। যদি হয়ে থাকে এটা আমাদের জন্য একটা বড় খবর। নতুন ক্যাপ্টেন যদি তৈরি করতে হয় ক্রিকেট বোর্ডকে বড় বড় স্টেপ নিতে হবে। কিংবা তাকেই আবার অনুরোধ করে রাখা হয় কি না, বসে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বিচার-বিবেচনা করতে হবে কী অবস্থা, কী সিদ্ধান্ত নিব। একটু অপেক্ষা করতে হবে আমরা আসলে কী সিদ্ধান্ত নিই।' 

বিসিবির ভূমিকায় থেকে শান্তর সাথে নেতৃত্ব ছাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে ফাহিম বলেন, ‘আলোচনা বলতে যেটা বোঝায় তেমন কিছু না। অনেক সময় আনঅফিসিয়ালি অনেক ধরনের কথাবার্তা হয়। যেহেতু ব্যক্তিগতভাবে আমি একজন কোচ, ওদের সাথে কথাবার্তা হয়, মেন্টরিং করি, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা হয়। যে এখন ক্যাপ্টেন নেই সে-ও ক্যাপ্টেন হলে কেমন করবে সেসবও আমরা আলাপ করি। কোচ হিসেবে এটা এখানে নিয়ে আসতে চাই না। এ ধরনের কথাবার্তা অনেক সময় হয়। অফিসিয়ালি ধরে নেওয়ার সুযোগ নেই।' 

বিসিবি শান্তকে অধিনায়ক হিসেবে ধরে রাখতে আলোচনা করবে কি না জানতে চাইলেন এই বোর্ড পরিচালক বলেন, 'অবশ্যই বিসিবি আলোচনা করতে চাইবে। শান্ত এতদিন ধরে ক্যাপ্টেন্সি করছে। এটা তো সময়ের ইনভেস্টমেন্ট। আমরা একজনকে তৈরি করার চেষ্টা করছি। সে যদি হঠাৎ করে সরে যায়, নতুন একজন কিছুটা অপ্রস্তুত। সেটাতে যেতে না চাওয়াই স্বাভাবিক হবে। হঠাৎ ৩-৪টি উইকেট পড়ে গেলে খেলা শেষ হয়ে যায় না।‘

এদিকে শান্তর নেওয়া এই সিদ্ধান্তের পেছনে তার বিরুদ্ধে করা সমালোচনা প্রভাব রেখেছে বলে জানিয়ে ফাহিম বলেছেন, বাইরের চাপে যেন অধিনায়কদের এভাবে সরে যেতে না হয় সেই দৃষ্টান্ত স্থাপন করতে চায় বোর্ড।

এআর

Wordbridge School
Link copied!