ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শাহরিয়ার জাহেদী।
এছাড়া ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিমও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রার্থী হয়ে হেরে গেছেন দুই সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।
বাফুফে সহ-সভাপতি নির্বাচনে দলীয় শক্তি ও আর্থিক সক্ষমতা প্রভাবক হিসেবে কাজ করে বলে বিগত নির্বাচনগুলোতে অভিযোগ উঠত। এবারও দুই ফুটবলারের পরাজয়ে সে অভিযোগ ওঠার সুযোগ থাকছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে জয়লাভ করেছিলেন শাহরিয়ার জাহেদী। তিনি ২০২৩ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন। বাফুফে নির্বাচনে অংশ নিয়ে ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি হয়েছেন তিনি।
রাজনীতি ও ব্যবসার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত জাহেদী। তিনি যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা। সেই একাডেমি থেকে জাতীয় দল ও প্রিমিয়ার ফুটবল লিগে খেলছেন অনেকে।
প্রসঙ্গত, ১২৩ ভোট পেয়ে এবারের নির্বাচনে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছে তাবিথ আউয়াল। এর মধ্য দিয়ে বাফুফের সভাপতি পদে সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের ‘বিতর্কিত’ অধ্যায়ের ইতি ঘটেছে।
এআর