ঢাকা: চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরু করল দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশন ও দ্বিতীয় সেশন পুরোপুরিই ছিল তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশের বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের খুব বেশি বিপদেও ফেলতে পারেননি।
৩৩ রানে মার্করাম আউট হয়েছেন, সেটাও নিজের ভুলে। ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পরও দক্ষিণ আফ্রিকা সাবলীল ক্রিকেট খেলেছে।
১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে বিরতিতে যায় তারা। দ্বিতীয় সেশনটিও হতাশার টাইগারদের। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। রান উঠেছে ৯৬।
এই সেশনে বাংলাদেশের বোলাররা কোনো উইকেট পাননি। পুরোটা সময়েই চলেছে দুই প্রোটিয়া ব্যাটসম্যান ডি জর্জি ও স্টাবসের দাপট। স্টাবসের ফিফটির পর নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি জর্জি। দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২০৫। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত রান উঠেছে ১৩৬।
এআর