• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
প্রেস সচিব

নারী ফুটবল দলের বেতনের সমস্যা দ্রুত সমাধান করা হবে


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩১, ২০২৪, ০৭:১৫ পিএম
নারী ফুটবল দলের বেতনের সমস্যা দ্রুত সমাধান করা হবে

ঢাকা:  নারী ফুটবল দলের বেতনের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

এআর
 

Wordbridge School
Link copied!