• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাফজয়ী নারীদের ১ কোটি টাকা দিল ক্রীড়া মন্ত্রণালয়


স্পোর্টস ডেস্ক অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৪৭ পিএম
সাফজয়ী নারীদের ১ কোটি টাকা দিল ক্রীড়া মন্ত্রণালয়

ঢাকা: মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করেছে মেয়েরা। এই বিজয়ে সাবিনাদের ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নারী দলের হাতে পুরস্কারের এই অর্থ তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ছাদ খোলা বাসে করে বাফুফেতে যান নারী খেলোয়াড়রা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিকেল সোয়া পাঁচটায় আসেন বাফুফে ভবনে। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা। 

অন্যদিকে চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এদিকে সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) যমুনায় সংবর্ধনা দেবেন তিনি। 

বিকেল ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশ নারী সাফজয়ী দল বাফুফের উদ্দেশে রওনা হন। বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছায় সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।

নেপাল থেকে দেশের মাটিতে পা রাখেন দুপুর ২টা ১৫ মিনিটে। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। 

বুধবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেল অনন্য এক উচ্চতায়। এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।  

আইএ 

Wordbridge School
Link copied!