ঢাকা: বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় এখন সবচেয়ে কাঙ্ক্ষিত নামগুলোর একটি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন।
আইপিএলের মেগা নিলামের আগে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ২৩ কোটি রুপিতে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে ধরে রাখা সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনিই।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল পাঁচটা। এর ঘণ্টা দুয়েক পর ১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ।
ক্লাসেনের আগে ধরে রাখা সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কোহলি। ২০১৭ আসরে ১৭ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ফ্র্যাঞ্চাইজিটি এবার কোহলিকে ধরে রেখেছে ২১ কোটি রুপিতে। এতে কোহলিও গড়েছেন দারুণ কীর্তি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পাবেন তিনি।
এর আগে কোহলি (২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরুতে ১৭ কোটি রুপি) ও লোকেশ রাহুলের চেয়ে (২০২২ থেকে ২০২৪ পর্যন্ত লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ১৭ কোটি রুপি) বেশি পারিশ্রমিক পাননি আর কোনো ভারতীয় ক্রিকেটার।
আগামী আসরে ১৮ কোটি রুপি আয় করবেন জাসপ্রিত বুমরাহ, ইয়াসাসভি জয়সওয়াল, রাভিন্দ্রা জাদেজা, রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু স্যামসন।
এআর