ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটের কারণে টেস্টে রক্ষণাত্মক ক্রিকেট (ডিফেন্স) ভুলে গেছেন ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
ওয়াংখেড়েতে আগামীকাল শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। তিন ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
ভারতের মাটিতে এবারই প্রথম টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। প্রথম দুই টেস্টে ভুগেছে ভারতের তারকাখচিত ব্যাটিং। রোহিত শর্মা-বিরাট কোহলিরা দলের প্রয়োজনে লড়াই করতে লড়তে পারেননি। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারত ৪৬ রানেও অলআউট হয়েছে। গম্ভীর মনে করেন, টেস্ট ক্রিকেটে ক্রিজে দীর্ঘ সময় টিকে থাকতে যে রক্ষণাত্মক মানসিকতার প্রয়োজন, টি-টোয়েন্টির আক্রমণাত্মক ব্যাটিং তাতে প্রভাব ফেলেছে।
ভারতের এই কোচ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ভিত হলো ডিফেন্স। টি-টোয়েন্টিতে ফ্লাট উইকেটে খেলার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। অন্য দলগুলোও এ সমস্যায় ভুগছে। কারণ, যত বেশি টি-টোয়েন্টি খেলা হবে, সবাই ডিফেন্স তত কম করবে।’
ভারতের মাঠ স্পিনবান্ধব। দলে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো তারকা স্পিনারও আছে ভারতের। কিন্তু পুনেতে দ্বিতীয় টেস্টে ভারতকে ভারতের ‘অস্ত্র’ দিয়েই হারিয়েছে নিউজিল্যান্ড। ১১৩ রানে জয়ের ম্যাচে ১৩ উইকেট নেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার। বিশ্লেষকেরা বলেছেন, প্রতিপক্ষ দলের স্পিনকে হেসেখেলে খেলার মতো সামর্থ্য নেই ভারতের এই দলের ব্যাটসম্যানদের। কিন্তু গম্ভীর এমন কথার সঙ্গে একমত নন।
গম্ভীরের ভাষায়, ‘আমি তা মনে করি না। কখনো কখনো প্রতিপক্ষ দলকেও কৃতিত্ব দিতে হয়। গত ম্যাচে মিচেল স্যান্টনার অসাধারণ ছিল। তবে আমরা কঠোর পরিশ্রম করে যাব। আরও উন্নতি করব। স্পিনের বিপক্ষে আমাদের দক্ষতা কমেছে বলে আমি মনে করি না।’
পুনেতে দ্বিতীয় টেস্ট তিন দিনের মধ্যে হেরেছে ভারত। গত এক যুগের মধ্যে ঘরে এটাই তাদের প্রথম সিরিজ হার। ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জয়ের পর হারল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন রোহিত শর্মারা। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে স্বাগতিকদের। ২২ নভেম্বর পার্থে শুরু প্রথম টেস্ট।
এআর