• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তান দলে এবার কোনো স্পিনার নেই


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩, ২০২৪, ০২:৪৪ পিএম
পাকিস্তান দলে এবার কোনো স্পিনার নেই

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল। তবে এক দিন আগেই সিরিজের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এই ম্যাচ দিয়ে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তার অধ্যায় শুরু করবেন।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে ইংল্যান্ডের ৪০ উইকেটই নিয়েছিলেন স্পিনাররা। শেষ টেস্টে তো এক ওভার বোলিংও করেননি দলে থাকা পাকিস্তানের একমাত্র পেসার আমির জামাল। তবে মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলকে বলা যায় স্পিনার বিবর্জিত, কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলবে তারা। দলে রাখা হয়েছে ৪ পেসার।

পাকিস্তান তাদের সর্বশেষ ওয়ানডে খেলেছে প্রায় এক বছর আগে, গত বছর ১১ নভেম্বর। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই পাকিস্তানের সর্বশেষ ম্যাচ ছিল।

সে দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। এই দুই ওয়ানডের মধ্যে পাকিস্তান ক্রিকেটে বেশ পরিবর্তন হয়ে গেছে। সেই বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। এরপর তাকে আবার অধিনায়কের দায়িত্বে ফেরায় পিসিবি, পরে আবার তার নেতৃত্ব কেড়েও নেওয়া হয়। সর্বশেষ ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাবর বাদও পড়েছেন। কোচের পদ আর নির্বাচক কমিটিতে পরিবর্তন তো আছেই।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম, সালমান আগা, ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের একাদশে অবশ্য বাবর আছেন। সর্বশেষ ওয়ানডে ম্যাচের দল থেকে পরিবর্তন এসেছে পাঁচটি। ফখর জামানের জায়গায় ওপেনিংয়ে আছেন সাইম আইয়ুব।

মিডল অর্ডারে সৌদ শাকিলের জায়গায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা কামরান গুলাম। ওয়ানডে অভিষেক হচ্ছে মোহাম্মদ ইরফান খানের। পাকিস্তান খেলছে ৪ পেসার হিসেবে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আছেন নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

এআর

Wordbridge School
Link copied!