• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৪, ২০২৪, ০৯:৩৯ পিএম
পাকিস্তানের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার

ঢাকা: মেলবোর্নে ২ উইকেটের জয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৭১তম জয়। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন অস্ট্রেলিয়ারও। অন্য দলটি ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের বিপক্ষে ১৩৭ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ও ৭১টি। ওয়েস্ট ইন্ডিজকে ছুঁতে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে ১০৯ ম্যাচ। এই ১০৯ ম্যাচে ৭১ জয় তুলে নেওয়ার পথে ৩৪ ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৬৩ ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ জয় শ্রীলঙ্কার। ১৫৭ ম্যাচ খেলে জিতেছে ৫৯টি। হার ৯৩ ম্যাচে। শ্রীলঙ্কা ভারতের বিপক্ষেও ৫৯ ম্যাচ জিতেছে, তবে সেটি ১৭১ ম্যাচ খেলে। পাকিস্তানের বিপক্ষে ৯২ ওয়ানডেতে ৫৭ ম্যাচ জিতেছে ইংল্যান্ড। হেরেছে ৩২ ম্যাচ। ভারতও পাকিস্তানের বিপক্ষে ৫৭ জয় পেয়েছে, তবে খেলতে হয়েছে ১৩৫ ম্যাচ। ৭৩ ম্যাচে হেরেছে ভারত।

তবে ওয়ানডেতে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ ম্যাচে সর্বোচ্চ ৯৯ জয় পেয়েছে ভারত। হেরেছে ৫৯ ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ জয় নিয়ে এ তালিকায় দ্বিতীয় অস্ট্রেলিয়া। কিউইদের বিপক্ষে ১৪২ ম্যাচের এই অভিযাত্রায় ৩৯ ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে কোনো দলের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৭ ম্যাচ খেলে ৯৩ জয় পেয়েছে পাকিস্তান।

এদিকে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড শ্রীলঙ্কার। ৫৭ ম্যাচ খেলে এ পর্যন্ত ৪৩টিতে জিতেছে লঙ্কানরা। হেরেছে ১২ ম্যাচ। বাংলাদেশ ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ৮১ ম্যাচে ৫১ জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ৩০ ম্যাচ।

এআর

Wordbridge School
Link copied!