• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রিয়ালে কেন পারেননা এমবাপ্পে, ব্যাখ্যা দিলেন বেনজেমা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৫, ২০২৪, ০৬:০৭ পিএম
রিয়ালে কেন পারেননা এমবাপ্পে, ব্যাখ্যা দিলেন বেনজেমা

ঢাকা: রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে এখনো জ্বলে উঠতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ১৪ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। গোল কম করেও অনেক সময় ফুটবলাররা মাঠে দারুণ প্রভাব রাখেন।

কিন্তু এমবাপ্পে গোলের চেয়ে ইমপ্যাক্ট বিবেচনায় বেশি বিবর্ণ। কী হতে পারে কারণ, তার একটা ব্যাখ্যা সাবেক ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা হাজির করেছেন। 

সংবাদ মাধ্যম এল চিরিংগুইতেকে রিয়ালের ব্যালন ডি’অর জয়ী সাবেক তারকা জানান, এমবাপ্পে স্ট্রাইকার নন। তিনি লেফট উইঙ্গার। যে জন্য তার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। কিন্তু বিশ্বের সেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র এখন ওই পজিশনে খেলছে। এমবাপ্পের মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। 

বেনজেমা বলেন, ‘আমার চোখে, এমবাপ্পে নাম্বার নাইন নয়। ফ্রান্সের জার্সিতে ওই পজিশনে খেলে সবসময় সে সফল হয়নি। সমস্যা হচ্ছে বাঁ-পান্তে অন্য একজন আছেন, যে এমবাপ্পের সমপর্যায়ের। আপনি ভিনিকে রাইট উইঙ্গে বা সেন্ট্রাল ফরোয়ার্ডে খেলাতে পারবেন না। সে পার্থক্য গড়ে দিচ্ছে লেফট উইঙ্গে। দেখা যায়, কীভাবে কার্লো আনচেলত্তি সমন্বয় করেন।’ 

এমবাপ্পেকে হাল না ছেড়ে লড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বেনজেমা। তিনি স্ট্রাইকার কথাটা মাথায় ঢুকিয়ে নিতে বলেছেন, ‘আমার মনে হয় না, কার্লো এই মুহূর্তে ভিনিকে লেফট উইঙ্গ থেকে সরাবে। ওই পজিশনে এখন সে বিশ্বের সেরা। এমবাপ্পের জন্য পরামর্শ? ওকে মনে রাখতে হবে, এটা পিএসজি না। রিয়াল মাদ্রিদ, এখানে অনেক চাপ। কিন্তু হাল ছাড়া যাবে না। এমবাপ্পেকে মাথা থেকে লেফট উইঙ্গের চিন্তা ঝেড়ে ফেলতে হবে, নাম্বার নাইন কথাটা মাথায় ঢুকিয়ে নিতে হবে।’

এমবাপ্পেকে চাপ সামাল দেওয়াও শিখতে বললেন বেনজেমা, ‘আমি যখন রিয়ালে এসেছিলাম, বয়স ছিল ২১। এমবাপ্পের ২৫। সুতরাং দু’জনের বিষয় এক নয়। এখানে দুই-তিনটা ম্যাচে গোল না পেলে ভক্তরা তোমাকে খুন করতে চাইবে। এই চাপ মেনে নিয়েই তার এগিয়ে যেতে হবে। প্রতি ম্যাচেই গোল করতে হবে, সেজন্যই তাকে রিয়ালে আনা হয়েছে। তার সেই সামর্থ্যও আছে।’

এআর

Wordbridge School
Link copied!