• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ বাতিলের দাবি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৫, ২০২৪, ০৯:৩৩ পিএম
ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ বাতিলের দাবি

ঢাকা: আগামী ১৫ নভেম্বর ইউরোপিয়ান নেশন্স লিগে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ইসরায়েলের। তবে ম্যাচটি বাতিলের দাবিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সামনে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের সমর্থকরা।

সোমবার (৪ নভেম্বর) এই কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে এফএফএফ সদর দপ্তরের সামনে উপস্থিত হন। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে এপি।

এ সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘স্তাদ দি ফ্রান্সে ফ্রান্স-ইসরায়েলের ম্যাচ হবে না’ এবং ‘গণহত্যার চ্যাম্পিয়ন, ইসরায়েলকে নিষিদ্ধ কর।‘ অনেকের হাতে ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। কিন্তু বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শান্তিপূর্ণভাবে এই আন্দোলন দমন করেছে পুলিশ। প্রতিবাদকারীরা ফ্রান্সের ঐতিহাসিক প্রতিরোধ সংগীত ‘চাঁ দেস পার্টিসাঁস’ গাইতে থাকেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতীয় স্বাধীনতার জন্য সংগ্রামের প্রতীক ছিল।

তাদের দাবি, ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে এই ম্যাচ আয়োজন করা ফ্রান্সের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে। এর আগে নিরাপত্তা শঙ্কায় বেলজিয়ামের মাটিতে ইসরায়েলের একটি ম্যাচ হাঙ্গেরিতে ক্লোজ ডোরে সরিয়ে নেয়া হয়েছিল। কিন্তু ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই ম্যাচে দর্শকদের উপস্থিতি থাকবে।

মূলত, ইতালিতেও নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও সফলভাবে ইসরায়েল-ইতালি ম্যাচ আয়োজনের পর ফ্রান্সও এই ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী।

এআর

Wordbridge School
Link copied!