• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
বাংলাদেশ-আফগান সিরিজ

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৩:৫৪ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

ঢাকা: শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। 
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলাটি শুরু হবে। সরাসরি দেখা যাবে টি-স্পোটস, নাগরিক টিভিতে। অনলাইনে দেখা যাবে টফিতে। 

আফগানিস্তানের বিপক্ষে সবমিলিয়ে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০টিতেই জিতেছে তারা। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা স্বস্তিতেই আছে শান্তর দল।

 

তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামার আগে বাংলাদেশের পেছনে হারের ক্লান্তি। আর আফগানিস্তানের জন্য তাদের চেনা আঙিনা। দুই দলের জন্যই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুত করার সুযোগ। 

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

এসএস

Wordbridge School
Link copied!