• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বার্সেলোনায় নজর কেড়ে প্রথমবার স্পেন দলে কাসাদো


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৯, ২০২৪, ১২:৩১ পিএম
বার্সেলোনায় নজর কেড়ে প্রথমবার স্পেন দলে কাসাদো

ঢাকা:  ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মার্ক কাসাদো। প্রথমবারের মতো স্পেন জাতীয় দলের দুয়ার খুলল বার্সেলোনার ২১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য।

কাসাদোসহ তিন নতুন মুখকে নিয়ে নেশন্স লিগে আসছে দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। 

২৬ সদস্যের স্কোয়াডে নতুন অন্য দুজন হলেন, পোর্তোর ২০ বছর বয়সী ফরোয়ার্ড সামু ওমোরোদিওন ও অ্যাথলেটিকো বিলবাওয়ের ২৪ বছর বয়সী ডিফেন্ডার আইতর পারেদেস।

আগামী ১৫ নভেম্বর ডেনমার্ক ও ১৮ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ২০২৪ ইউরো জয়ীরা। গত মৌসুমে বার্সেলোনা রিজার্ভ (বি) দলের হয়ে স্পেনের তৃতীয় বিভাগে খেলেন কাসাদো। মূল দলেও অভিষেক হয় সেবারই। চলতি মৌসুমে অনেক খেলোয়াড়ের চোটে নিয়মিত সুযোগ পেয়ে হান্সি ফ্লিকের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।

দলের মাঝমাঠে সুর বেঁধে দিতে বড় ভূমিকা রাখছেন তিনি। এখন পর্যন্ত মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে তার অ্যাসিস্ট তিনটি, চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে গোলে সহায়তা করেছেন দুটি।

বার্সেলোনা থেকে কাসাদোর সঙ্গে স্পেন দলে ডাক পেয়েছেন পেদ্রি, দানি ওলমো ও লামিনে ইয়ামাল। পোর্তোর হয়ে দারুণ ছন্দে আছেন ওমোরোদিওন। এই মৌসুমে পর্তুগিজ দলটির হয়ে ১২ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।

নেশন্স লিগে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে স্পেন। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

ডেনমার্ক ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে, সার্বিয়া ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। আর তলানিতে সুইজারল্যান্ডের অর্জন ১ পয়েন্ট। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে শেষ আটে।

এআর

Wordbridge School
Link copied!