• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে তামিম-আশরাফুল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৪, ০৪:৫৯ পিএম
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে তামিম-আশরাফুল

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (১০ নভেম্বর) শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এই দুইজন ছাড়াও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় লাল ও সবুজ দল অংশগ্রহণ করে। সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে।

টি-টোয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এ সময় তামিম বলেন, ‘সবাইকে ধন্যবাদ, অনেকদিন পর বগুড়ায় ফিরে ভালো লাগছে। এই স্টেডিয়ামে অনেক স্মৃতি আছে আমাদের সবার। ২০০৬ সালে শ্রীলঙ্কার সাথে আমাদের প্রথম জয় এই মাঠেই। এই আয়োজনের উদ্যোগ নেওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। যেখানেই স্পোর্টসকে প্রমোট করা হবে, আমরা চেষ্টা করব কিভাবে সঠিক উপায়ে স্পোর্টসকে প্রমোট করা যায়।’

তামিম আরও যোগ করেন, ‘আমি আশা করি এই টুর্নামেন্ট বেশ সফল হবে। বগুড়া দিয়ে শুরু করছি, ঢাকায় শেষ করব। আপনাদের সবার সহযোগিতা কাম্য। যারা এসেছেন খেলা দেখতে, এটাই বলে দেয় যে ক্রিকেটের প্রতি আপনাদের ভালবাসা কতটা। আশাকরি ২০২৪-২৫ এ বাংলাদেশ দল আবারও এখানে খেলতে আসবে।’

আরেক ক্রিকেটার আশরাফুল বলেন, ‘এই টুর্নামেন্ট প্রত্যেক বছর আয়োজন করা হবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। বিভিন্ন জায়গা থেকে টিম আসবে। যত বেশি টুর্নামেন্ট খেলা হবে, ততই ভালো প্লেয়ার উঠে আসবে। যে লিগগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আশাকরি সেগুলো আবারও চালু হবে। বগুড়ার যারা আন্তর্জাতিক তারকা আছে, তাদের মতো ক্রিকেটার আরও বেরিয়ে আসবে, আর এই কারণেই কিন্তু এই আয়োজন করা।’

এআর

Wordbridge School
Link copied!