ঢাকা: আগের দফায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ছিলেন ২০১০ সাল পর্যন্ত। এরপর থেকে মোহাম্মদ সালাউদ্দিন দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করেছেন।
নতুন করে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় এই কোচ। রোববার (১০ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তার আগে জাতীয় দলের অনুশীলন কিট গায়ে চাপানোর অনূভুতি জানিয়ে তিনি বলেন, ‘আমার আসলে অনুভূতি খুব কম। অনুভূতি হয় না। কারণ এটা আমার পেশা। আমি যেই জার্সিতেই থাকি, সেটাতে পুরোটা দেওয়াই হচ্ছে আমার কাজ। আমি চাই যেন ১১০ পার্সেন্ট দিতে পারি।’
ক্রিকেটভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমি যেহেতু পেশাদার কোচ, আমি যেখানে কাজ করবো, সেখানেই আমার পুরোটা দিতে হবে। অনূভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। চেষ্টা করবো যেন মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে; আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে।’
সিনিয়র সহকারী কোচ হওয়ায় বাংলাদেশ দলে দায়িত্বটা কেমন হবে জানালেন তিনি, ‘যেহেতু আমি সহকারী কোচ, আমার মনে হয় যেহেতু হেড কোচ আছে এখানে, তার দর্শনটা আসলে আমাকে...সে কীভাবে দল চালাচ্ছে, তাকে সাহায্য করা। এর সঙ্গে খেলোয়াড়দের সাহায্য করা, যতুটুকু পারি। আমার ভূমিকাটা হয়তো ভিন্ন হবে আগেরবারের তুলনায়।’
‘চেষ্টা করবো আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়। সেই সঙ্গে আমাদের যে বিদেশি কোচরা আছে তাদের সঙ্গে যোগাযোগটা যেন আরেকটু ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবো’, আরও যোগ করেন সালাউদ্দিন।
এআর