• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৪, ০৬:৪৭ পিএম
বিশ্বকাপ বাছাইয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল

ঢাকা: ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পিছিয়ে পড়ার পর যখন ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তখন ফের একবার দুঃসংবাদ পেল দরিভালের শিষ্যরা। 

ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কারণে ছিটকে গেছেন দুই তারকা ফুটবলার। যা বেশ দুশ্চিন্তায় ফেলেছে কোচ দরিভাল জুনিয়রকে।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন। মিলিতাও এ মৌসুমে আর খেলতে পারবেন না, কারণ এসিএল ইনজুরির কারণে প্রায় ৯ মাস পুনর্বাসনে কাটাতে হবে তাকে। আর রদ্রিগো পেশির চোটের কারণে অন্তত এক মাস থাকবেন মাঠের বাইরে।

এই দুই তারকার বদলি হিসেবে ডাক পেয়েছেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজ। 

মার্টিনেল্লি এর আগে ব্রাজিলের হয়ে ১৪ ম্যাচ খেললেও, ২৮ বছর বয়সী অর্টিজের জন্য এটি হবে জাতীয় দলে প্রথমবারের মতো খেলার সুযোগ। প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন ২০২১ কোপা আমেরিকার মাঝপথে।

দুই তারকা ফুটবলারকে হারালেও এই দুটি ম্যাচ জিতে চলতি বছর শেষ করতে চাইবেন কোচ দরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল। 

সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭ জয়, দুটি হার ও একটি ড্র করেছে। আগামী ১৪ নভেম্বর রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর ভোর পৌনে ৭টায় সেলেসাওরা খেলবে উরুগুয়ের বিপক্ষে।

এআর

Wordbridge School
Link copied!