• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

এনসিএলে অমিত হাসানের প্রথম ডাবল সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০২৪, ০৭:২৯ পিএম
এনসিএলে অমিত হাসানের প্রথম ডাবল সেঞ্চুরি

ঢাকা:  জাতীয় ক্রিকেট লিগে খুলনার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের অমিত হাসান। তার ডাবল ও আসাদুল্লাহ গালিবের সেঞ্চুরিতে খুলনার সামনে পাঁচশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করেছে সিলেট।

২৩ বছর বয়সী অমিতের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১৮৬ রানের। নামের পাশে এরই মধ্যে ৭ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরি আছে তার। 

এবারের লিগের শুরুটা তেমন ভালো ছিল তার। প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে করেছিলেন ২৮ ও ৬১। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে আসে মাত্র ২৭ ও ৪৩ রান। তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে ৫৭ ও অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেছিলেন। চতুর্থ রাউন্ডে প্রথম সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিলেন।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে সিলেট। ১৬৩.৪ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। দ্বিতীয় দিনে শেষ বিকেলে নেমে ২ ওভার ব্যাট করে ৩ রানে দিন শেষ করেছে খুলনা।

এআর

Wordbridge School
Link copied!