ঢাকা : শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত শনিবারের ম্যাচে কুঁচকির চোটে আক্রান্ত হন তিনি। আজ সোমবার সকালে এমআরআই রিপোর্ট দেখে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এর আগে চোটে ছিটকে গেছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ সময় সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এদিকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শান্তর কুঁচকির চোট বেশ গুরুতর। বেশ কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকা লাগতে পারে। তাই ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তার না খেলার সম্ভাবনাই বেশি।
গত শনিবারের ম্যাচে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন শান্ত। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। কিন্তু ওই ম্যাচেই তিমার কুঁচকিতে চোট লেগেছিল। গতকাল তার এমআরআই করানো হয়। পুরোপুরি সুস্থ না হয়ে মাঠে নামলে তার চোটের অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা থাকবে। এ কারণেই টিম ম্যানেজম্যান্ট কোনো ঝুঁকি নিতে রাজি নয়। সিরিজে এখন ১-১ সমতা। আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডের পর আঙুলের চোটে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। তার চোট এতটাই গুরুতর যে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা হবে না। এবার শান্তকে হারিয়ে আরও চাপে পড়ে গেল বাংলাদেশ। বিশেষ করে দলের ব্যাটিংয়ের অবস্থা যখন করুণ।
এমটিআই