• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২৪, ০৩:৪৪ পিএম
আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ঢাকা: দ্বিতীয় ওয়ানডের মতো আজ তৃতীয় ওয়ানডেতেও টসে জিতেছে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে ২৩তম অধিনায়ক হিসেবে টস করলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

প্রথমবারেই জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দলে দুই পরিবর্তন এসেছে। শান্তর জায়গায় দলে ঢুকেছেন জাকির হাসান। অন্যদিকে তাসকিনের পরিবর্তে একাদশে নাহিদ রানা।

কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বাংলাদেশ দল
সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

এআর

Wordbridge School
Link copied!