• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাপ সামলে জুটি গড়লেন মিরাজ-মাহমুদউল্লাহ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২৪, ০৬:৩৫ পিএম
চাপ সামলে জুটি গড়লেন মিরাজ-মাহমুদউল্লাহ

ঢাকা: কয়েক ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। এরই মধ্যে দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েছেন ৮০ রানের জুটি।

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫১ রান। পরপর টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেট শিকার হিসেবে বিদায় নেন তৌহিদ হৃদয়। রশিদের বল বুঝতেই পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। বিদায় নিলেন মাত্র ৭ রানে।

১১তম ওভারে আজমাতউল্লাহ ওমারজাইয়ের বল অফ সাইডে খেলে শুরুতে রানের জন্য ছোটেন মেহেদী হাসান মিরাজ। তবে একটু বেরিয়েই তিনি ফিরিয়ে নেন রানের ডাক। ততক্ষণে প্রায় মাঝ ক্রিজে জাকির। 

পয়েন্ট থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্প এলোমেলো করে জাকিরের বিদায়ঘণ্টা বাজান নানগেয়ালিয়া খারোটে। ৭ বলে ৪ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।  

এর আগে পাওয়ার প্লের শেষ দুই ওভারে দুই ওপেনারের বিদায়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ করে ২ উইকেটে ৫৮ রান। দুইবার জীবন পেয়েও ১৯ রানের বেশি করতে পারেননি তানজিদ হাসান। দারুণ শুরু করে ২৩ বলে ২৪ রানে ফিরে যান সৌম্য সরকার। বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২।   

এআর

Wordbridge School
Link copied!