• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

মাহমুদউল্লাহর ২ রানের আক্ষেপ, লড়াকু পুঁজি বাংলাদেশের 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২৪, ০৭:৫১ পিএম
মাহমুদউল্লাহর ২ রানের আক্ষেপ, লড়াকু পুঁজি বাংলাদেশের 

ঢাকা: শুরুটা ভালো করেও খেই হারালো বাংলাদেশ। সেখান থেকে পথ দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। শুরুতে তারা এগোলেন ধীরগতিতে। কিন্তু পরে হাফ সেঞ্চুরি তুলে নেন দুজনে। দলের রানও নিয়ে যান লড়াই করার মতো জায়গায়। সেঞ্চুরি থেকে অবশ্য দুই রান দূরে থামতে হয় মাহমুদউল্লাহ রিয়াদকে।

শারজাহতে সোমবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে বাংলাদেশ।  

শেষ বলে সেঞ্চুরির জন্য প্রয়োজন ৩ রান। আজমাতউল্লাহ ওমারজাইয়ের ফুল লেংথ বল অন সাইডে খেললেন মাহমুদউল্লাহ। দৌড়ে শুধু ১ রান নিতে পারলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রানআউটের শিকার হন ডানহাতি এই ব্যাটসম্যান।

সেঞ্চুরি না হলেও মাহমুদউল্লাহর ৯৮ রানের সৌজন্যে ৪ উইকেটে ৭২ রান থেকে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ। প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম নব্বই ছুঁয়ে সেঞ্চুরির আগে আউট হলেন ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান।

এছাড়া দলকে আড়াইশর কাছে নিতে বড় অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে প্রথমবার দলকে নেতৃত্ব দিতে নেমে ১১৯ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। পঞ্চম উইকেটে মিরাজ ও মাহমুদউল্লাহর জুটিতে আসে ১৮৮ বলে ১৪৫ রান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। মিরাজ ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আজমাতউল্লাহ ওমারজাই।

এআর

Wordbridge School
Link copied!