• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

গুরবাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের সিরিজ জয় 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ১২:৩৫ এএম
গুরবাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের সিরিজ জয় 

ঢাকা: আরো একটি ওয়ানডে সিরিজ হারতে হল বাংলাদেশকে। ধুঁকতে থাকা বাংলাদেশ টানা সিরিজ হেরে গেল আফগানদের বিপক্ষে। ২০২২ সালে হওয়া ওয়ানডে সিরিজটিও জিতে নিয়েছিল আফগানরা। 

জয়ের জন্য শেষ দুই ওভারে ৬ রান দরকার ছিল আফগানিস্তানের। ৪৯তম ওভারে শরীফুলের দ্বিতীয় বলে লং অন দিয়ে ছক্কা মেরে ১০ বল হাতে রেখে আফগানিস্তানকে ৫ উইকেটের দারুণ জয় এনে দেন ৭০ রানে অপরাজিত থাকা ওমরজাই। 

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল আফগানিস্তান। এটি টানা তাদের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়।

বাংলাদেশের ২৪৪ রান তাড়া করতে নেমে দুটি ইনিংসে ভর করে তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিল আফগানিস্তান।

১২০ বলে ১০১ রানের ইনিংস খেলেন ওপেনার গুরবাজ। এরপর ৭৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন ওমরজাই। ওপেনিং জুটিতে ৪১, চতুর্থ উইকেটে ওমরজাই-গুরবাজের ১০০ ও ষষ্ঠ উইকেটে নবী-ওমরজাইয়ের ৪৮ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি আফগানিস্তানকে এই জয় এনে দিয়েছে।

৬ বোলার ব্যবহার করেও আফগানিস্তানকে ঠেকাতে পারেনি বাংলাদেশ। গুরবাজ ও ওমরজাইয়ের জুটির সময়ই মূলত মানসিকভাবে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। 

এরপর নাইবকে আউট করলেও শেষ ৫৪ বলে ৫২ রানের হিসাব আফগানদের জন্য আরও কঠিন করতে পারেননি অধিনায়ক মিরাজ। এখান থেকে ধীরে ধীরে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন নবী।

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে ৪০ রানে ২ উইকেট নেন নাহিদ রানা। ৫০ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। ৫৬ রানে ১ উইকেট মিরাজের। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৪ রান দেন নাসুম আহমেদ।

এআর

Wordbridge School
Link copied!