ঢাকা: আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের মুহূর্ত মাঠে বসেই দেখেছেন কামিলা মায়ান। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে শিরোপা-উৎসবে মেতেছেন।
বিশ্বকাপ ট্রফি নিয়ে তোলা ছবি দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। কিন্তু এর কয়েক দিন পরেই সেসব ছবি উধাও!
পরে জানা যায়, মায়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মায়ানকে ছেড়ে বাল্যবান্ধবী আইলেন কোভার প্রেমে মজেছেন। নতুন প্রেমিকা জুটিয়ে নেওয়ার পর ক্লাব ফুটবলে নতুন ঠিকানাও খুঁজে নেন ম্যাক অ্যালিস্টার। গত বছর জুনে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন ছেড়ে লিভারপুলে যোগ দেন।
কোভাকে নিয়ে সুখেই আছেন ম্যাক অ্যালিস্টার, জীবনটাকে বেশ উপভোগও করছেন। কিন্তু সাবেক প্রেমিকা মায়ান তাকে শান্তিতে থাকতে দিলে তো!
বিচ্ছেদের প্রায় দুই বছর পর লিভারপুল তারকার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন মায়ান। তিনি ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে যে কয়েক বছর কাটিয়েছেন, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়ই ম্যাক অ্যালিস্টার অন্যজনের (বর্তমান প্রেমিকা কোভা) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিশ্বাস ভঙ্গ করেন-এমন অভিযোগও এনেছেন মায়ান।
২৫ বছর বয়সী ম্যাক অ্যালিস্টার বর্তমানে জাতীয় দল আর্জেন্টিনার সঙ্গে আছেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচে ম্যাক অ্যালিস্টারের পারফরম্যান্স ছিল গড়পড়তা মানের। গোল ও গোলে সহায়তা করা দূরে থাক, কোনো সুযোগও তৈরি করতে পারেননি। একাধিকবার বলের নিয়ন্ত্রণও হারিয়েছেন। ম্যাচের ৬৩ মিনিটে তাকে তুলে নিয়ে আলেহান্দ্রো গারনাচোকে নামান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
অনেকে ভাবতে পারেন, সাবেক প্রেমিকার মামলার খড়্গ নিয়ে খেলতে নেমেছিলেন বলেই হয়তো ম্যাক অ্যালিস্টার আজ সেরাটা দিতে পারেননি। তবে তিনি যে একেবারেই নির্ভার আছেন, তা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমি মনে করি একটা সম্পর্কের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক ঘটনা। সে (কামিলা মায়ান) ব্যাপারটি জনসমক্ষে আনতে চেয়েছিল। সে যা অনুভব ও বিশ্বাস করেছে, সেটাই করেছে। কিন্তু আমি জানি ব্যাপারগুলো আসলে কীভাবে ঘটেছে। এ কারণেই আমি একদম শান্ত আছি।’
ম্যাক অ্যালিস্টার আরও বলেছেন, ‘তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। সে তার পথ বেছে নিয়েছে, আমি আমারটা। ব্যস, এটুকুই। এর বাইরে যদি কিছু থেকে থাকে (মামলাসংক্রান্ত বিষয়াদি), সেটা আদালতের মাধ্যমে ফয়সালা হবে, যেখানে হওয়া উচিত আরকি।
আমরা এখন (আদালতের রায়ের) অপেক্ষা করছি। সেই সময়ে আমি তাকে বলেছিলাম, আমাদের আলোচনায় বসা দরকার। এটা (মামলা) একান্তই তার সিদ্ধান্ত। তবে সব ঠিকঠাক আছে এবং সে তার অধিকারের মধ্যে থেকেই এটা করেছে।’
এআর