ঢাকা : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষে গুঞ্জন রটে, টুর্নামেন্ট চলাকালীন নাসুম আহমেদকে চড় মেরেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। যদিও সে সময় বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাসুমও গণমাধ্যমের সঙ্গে, কিংবা অন্য কোথাও এই বিষয়ে সরাসরি কথা বলেননি। তাই বিষয়টি থেকে গেছে অন্তরালে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বিসিবিতে আসে পরিবর্তন। যার কারণে আবারও সামনে আসে বিষয়টি।
নাসুমকে চড় মারার অপরাধেই চান্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কার করে বিসিবি। তবে বহিষ্কারাদেশ পাওয়ার পর লিগ্যাল নোটিশে নাসুমকে চড় মারার বিষয়টি আবার অস্বীকার করেন এই শ্রীলঙ্কান কোচ। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন নাসুম।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে কথা বলেছেন নাসুম। সেখানে তিনি বলেন, আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্ছিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।
তিনি আরও বলেন, এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না।
বিশ্বকাপের পরপরই বাংলাদেশের গণমাধ্যমে উঠে আসে নাসুমের চড় খাওয়ার বিষয়টি। এই ঘটনায় তখন বেশ ভেঙে পড়েছিলেন এই স্পিনার। সাক্ষাৎকারে জানিয়েছেন সেটিও, দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (বিশ্বকাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি।
প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি, কিন্তু পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।
এমটিআই