• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

শেষবার মোহামেডানে আসছেন জাকারিয়া পিন্টু


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৮, ২০২৪, ০২:৫১ পিএম
শেষবার মোহামেডানে আসছেন জাকারিয়া পিন্টু

ঢাকা: স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মরদেহ আগামীকাল (মঙ্গলবার) সকালে তার প্রিয় ক্লাব মোহামেডানে আনা হবে। সকাল ১০ টায় ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

জাকারিয়া পিন্টুর এক ছেলে তিন মেয়ে। মেয়ে তিনজনই দেশের বাইরে। বড় মেয়ে কলি থাকেন কানাডায়, দ্বিতীয় মেয়ে শিমু থাকেন লন্ডনে এবং ছোট মেয়ে সোনিয়া থাকেন আমেরকিায়।

ছেলে তানজির দুপুরে জানিয়েছেন, তার মেজো বোন শিমু লন্ডন থেকে ঢাকার পথে। সন্ধ্যা ৬টার দিকে তার ঢাকায় এসে পৌঁছানোর কথা।

জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর পেয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ছুটে গিয়েছিলেন তারকা ক্রীড়াবিদ ও মোহামেডানের স্থায়ী সদস্য কামরুন নাহার ডানা।

তিনি বলেছেন, ‘বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদে নিয়ে গোসল করিয়ে সেখানে প্রথম জানাজা হবে। তারপর তার মরদেহ রাখা হবে হিমঘরে। মঙ্গলবার সকালে সেখান থেকে মোহামেডান ক্লাবে আনা হবে তার মরদেহ। 

অন্য কোনো জায়গায় তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। অনেকেই তাকে বাফুফে ভবন ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেওয়ার কথা আলোচনা করছিলেন। আলোচনা হচ্ছে জাতীয় প্রেসক্লাবে নেওয়ার বিষয়টিও। কারণ, তিনি প্রেসক্লাবের সদস্য।’

জাকারিয়া পিন্টু সোমবার সকাল পৌনে ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন।

এআর

Wordbridge School
Link copied!