• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

১ মাসের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের তারকা পেসার


নিউজিল্যান্ড নভেম্বর ১৮, ২০২৪, ০৩:৩৮ পিএম
১ মাসের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের তারকা পেসার

ঢাকা: নিষিদ্ধ মাদক কোকেন সেবন করার এক মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নিউজিল্যান্ডের পেস বোলার ডগ ব্রেসওয়েলকে। 

চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটনের মধ্যে ম্যাচের শেষে তার ডোপ টেস্ট পরীক্ষা করা হয়। পরে ইতিবাচক ফলাফল আসলে তার বিরুদ্ধে এক মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়। 

ব্রেসওয়েল নিষিদ্ধ হওয়া ওই ম্যাচে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। দুই ক্যাচের পাশাপাশি ছিল ৩০ রানও ছিল তার। এমনকি ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। কিন্তু ওই ম্যাচের পরেই ব্রেসওয়েল নিষিদ্ধ মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। 

ব্রেসওয়েলের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় এই ক্রিকেটারের নিষিদ্ধ মাদক সেবন করার ঘটনা প্রমাণিত হয়েছে। 

স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশন নিশ্চিত করেছে, ব্রেসওয়েল প্রতিযোগিতার বাইরের সময় কোকেন ব্যবহার করেছেন এবং এটি খেলার সঙ্গে সম্পর্কিত নয়। ফলে, তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেয়া হলেও, চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় সেটি এক মাসে কমিয়ে আনা হয়। নিষেধাজ্ঞাটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে এবং ইতোমধ্যে সেটি শেষ হয়েছে।

এই বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করেছেন এবং এটি থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং আমরা তাকে সহায়তা প্রদান চালিয়ে যাব।’ 

এর আগেও অবশ্য ক্যারিয়ারে নিষেধাজ্ঞায় পড়েছিলেন কিউই এই পেসার। ২০১৭ সালে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে এক বছরের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করা হয়। এর আগে ২০১০ এবং ২০০৮ সালেও একই অপরাধের জন্য শাস্তি পেয়েছেন। 

এআর

Wordbridge School
Link copied!