• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ আর্জেন্টিনার 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৮, ২০২৪, ০৭:৫৫ পিএম
জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ আর্জেন্টিনার 

ঢাকা: আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশ করেছে দেশটির ফুটবল এসোসিয়েশন। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজসহ তারকা ফুটবলার সবাইকে দেখা গেছে জার্সির ভিডিওতে।  

শুক্রবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে এএফএ। যেখানে দেখা যায়, নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন লিওনেল মেসি ও ডি পলরা।

আর এ ভিডিওতে প্রকাশ পেয়েছে বাংলাদেশি ভক্তদের প্রতি আর্জেন্টিনার ভালোবাসাও। ভিডিওর একটি অংশে দেখা যায়, টিভিতে এক ভক্ত দেখছে নিজ দেশের প্রতি বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস। 

ধারাভাষ্যে শোনা যাচ্ছে, বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা। ফুটেজটি মূলত কাতার বিশ্বকাপের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি মুহূর্তের ভিডিও।

আগামী ২০ নভেম্বর ভোরে বুয়েনস আয়ার্সে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে লেগেছে জোড়া ধাক্কা। চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না দুই নিয়মিত খেলোয়াড় নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরোর।

এআর

Wordbridge School
Link copied!