ঢাকা: স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, জাতীয় ও স্বাধীনতা পুরুস্কার পাওয়া কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবরে ব্যথিত কাজী মো. সালাউদ্দিনও। এই কিংবন্তি ফুটবলার মাঠে ছিলেন জাকারিয়া পিন্টুর সহযোদ্ধা।
জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘জাকারিয়া পিন্টু ভাই গ্রেট ফুটবলার ছিলেন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের বিভিন্ন স্থানে প্রীতি ম্যাচ খেলেছি।
তিনি আমাদের মাঠে নেতৃত্ব দিয়েছেন। পরে জাতীয় দলের প্রথম অধিনায়ক হয়েছেন। লাল-সবুজ জার্সিতে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমরা যারা ফুটবল পায়ে যুদ্ধ করেছি, সেই রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন তিনি।’
জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল হকও।
তিনি বলেন, ‘আমি তাকে সংগঠক হিসেবে খুব কাছ থেকে দেখেছি। যখন মোহামেডানে খেলতাম, তখন তিনি নানা উপদেশ দিতেন। খেলা দেখতে মাঠে যেতেন। ম্যাচের পর কথা বলতেন। ফলাফল যাই হতো, তিনি সবাইকে উৎসাহ দিতেন।’
ব্যক্তি জাকারিয়া পিন্টুকে অমায়েক মানুষ হিসেবে উল্লেখ করেছেন আমিনুল, ‘তিনি সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকতেন। আমাদের সেভাবেই বোঝাতেন। আমি কখনো দেখিনি তিনি কারো সাথে খারাপ ব্যবহার করেছেন। এক কথায় ক্রীড়াঙ্গন একজন প্রকৃত ক্রীড়াবিদ ও ভালো মানুষকে হারালো। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণের নয়।’
এআর