• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বছরের শেষ ম্যাচে মাঠে নামতে তর সইছে না মেসির


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৯, ২০২৪, ০৪:৪৪ পিএম
বছরের শেষ ম্যাচে মাঠে নামতে তর সইছে না মেসির

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ ম্যাচে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর। অম্লমধুর অভিজ্ঞতার ভেতর দিয়ে শেষ হতে যাওয়া মেসির এই বছরটিতে অম্লের চেয়ে অবশ্য মধুই ছিল বেশি।

ইন্টার মায়ামিকে নতুন শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ক্লাব হিসেবে আরও এক ধাপ ওপরে নিয়ে গেছেন মেসি। তবে রেকর্ড পয়েন্ট নিয়ে রেগুলার মৌসুম শেষ করার পরও প্লে-অফের সেমিফাইনালে যেতে না পারা নিশ্চয় আক্ষেপ হয়ে থাকবে মেসির জন্য। আর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় মেসির মুকুটে যোগ করেছে আরেকটি পালক।

তবে বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ দিকে এসে আর্জেন্টিনার পথ হারানো কিছুটা হলেও দুশ্চিন্তায় রাখবে মেসিকে। এখন আগামীকাল পেরুর বিপক্ষে জয় দিয়ে ইতিবাচকভাবে মৌসুম শেষ করার সুযোগ আছে মেসির।

পেরুর বিপক্ষে ম্যাচটির জন্য উন্মুখ হয়ে থাকার কথা বলেছেন মেসি নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনের একাধিক ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘আরেকটি অবিস্মরণীয় বছরের শেষ ম্যাচে আগামীকাল সবার সঙ্গে একত্র হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।’

বছরের শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করতে অনুশীলনে বেশ পরিশ্রমও করতে দেখা গেছে মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়দের। তবে চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে হারা ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন আসতে যাচ্ছে আগামীকাল।

জানা গেছে, নাহুয়াল মলিনার জায়গায় আগামীকাল দেখা যেতে পারে গনসালো মন্তিয়েলকে এবং লিওনার্দো বালেরদি আসতে পারেন ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায়। তবে একের পর এক চোটের মধ্যেও আর্জেন্টিনার জন্য সুখবর নিকোলাস তালিয়াফিকোর ফিট হওয়ার খবর।

এ বছর দলীয়ভাবে অর্জনের ভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও নিজেকে মেলে ধরেছেন মেসি। বিশেষ করে ইন্টার মায়ামির হয়ে মেসি ছিলেন দুর্দান্ত। 

২৫ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন মেসি। আর আর্জেন্টিনার জার্সিতে লম্বা সময় পর পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদ। আর জাতীয় দলের জার্সিতে সব মিলিয়ে ১০ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন। তবে অপয়া চোট বারবার বাঁধা হয়ে না দাঁড়ালে মেসির এসব পরিসংখ্যান নিশ্চিতভাবে আরও সমৃদ্ধ হতে পারত।

এআর

Wordbridge School
Link copied!