ঢাকা: আসন্ন আইপিএল নিলাম নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই নিলামের প্রথম দিনে উঠবে না কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম।
আইপিএল ২০২৫ মেগা নিলামের জন্য সারা বিশ্ব থেকে মোট ১,৫৭৪ জন খেলোয়াড় নাম দিয়েছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৫৭৪ জনকে। ১০ দলই চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে খেলোয়াড় বাছাই করবে। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৬ জন বিদেশি খেলোয়াড় রয়েছে। বিদেশিদের তালিকায় আছেন ১২ জন বাংলাদেশিও। যদিও প্রথম দিনে তাদের নিলামে দেখা যাবে না।
নিলামের নিয়ম অনুযায়ী, ক্রমান্বয়ে তালিকায় থাকা প্রথম ১১৬ জনের নাম ডাকা হবে। আর দ্বিতীয় দিন তালিকায় থাকা ১১৭-৫৭৪ পর্যন্ত ক্রিকেটারদের সুযোগ থাকবে। অবশ্য দ্বিতীয় দিনেও ডাকা হবে না সকল ক্রিকেটারদের নাম। সেখান থেকে খেলোয়াড় ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের ভিত্তিতে।
প্রথম দিনের নিলামের পর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের নাম জমা দেবে। আর দ্বিতীয় দিনে সেই সকল ক্রিকেটারদেরই তোলা হবে নিলামে। যার ফলে বাংলাদেশের কয়জন ক্রিকেটারকে তোলা হয় নিলামে, সেটাই এখন দেখার বিষয়। নিলামে সবার ওপরে আছে জস বাটলার। ইংলিশ এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি। ৫৭৪ নম্বর ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় ক্রিকেটার বিজয় যাদব। তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
বাংলাদেশিদের মধ্যে সবার আগে অবস্থান মুস্তাফিজুর রহমানের। তিনি আছেন তালিকার ১৮১ নম্বরে। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ছাড়াও এবারের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের হয়ে থাকবেন আরও ১০ জন খেলোয়াড়। তারা হলেন রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
এআর
আপনার মতামত লিখুন :