• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে অধিনায়ক 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৯, ২০২৪, ০৮:৫৮ পিএম
বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে অধিনায়ক 

ঢাকা: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।

সকালে মোহামেডান ক্লাব মাঠে ও বাফুফে ভবনের সামনে জানাজা ও ক্রীড়াঙ্গনের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর পিন্টুর মরদেহ নেওয়া হয়েছিল জাতীয় প্রেসক্লাবে।

সেখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর এই ফুটবলবীরের মরদেহ নেয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। জাকারিয়া পিন্টুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠক ও প্রতিষ্ঠান। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা ও ওই মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদ, আবাহনী সমর্থক গোষ্ঠী।

এ সময় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াসহ অনেকেই শেষ বিদায় জানিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে।

জাকারিয়া পিন্টু ৮১ বছর বয়সে সোমবার বেলা ১২ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এআর

Wordbridge School
Link copied!