• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

হতাশার ম্যাচ উপহার দিয়ে বছর শেষ করলো ব্রাজিল


স্পোর্টস ডেস্ক নভেম্বর ২০, ২০২৪, ০৯:০৯ এএম
হতাশার ম্যাচ উপহার দিয়ে বছর শেষ করলো ব্রাজিল

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি ড্র নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠ ছেড়েছে। ম্যাচ শেষ করেছে ১-১ সমতায়। ব্রাজিলের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই।পুরো দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে। কিন্তু এই হাওয়াবদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল। হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক ড্র করলো।

পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ব্রাজিল নেমে গেছে পাঁচে। ১২ ম্যাচে তাদের অর্জন ১৮ পয়েন্ট। উরুগুয়ে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।

সালভাদরে ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্যও ছিল এই অর্ধ। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ত্রাস ছড়াতে শুরু করলেও অগ্রগামিতা পায় উরুগুয়ে। ৫৫ মিনিটে গোলটি করেছেন ফেদেরিকো ভালভারদে। অবশ্য সফরকারীদের লিড টিকেছিল মাত্র ৭ মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ে রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তখনই গারসনের সুযোগ সন্ধানী ভলি কাঁপিয়ে দেয় উরুগুয়ের জাল।

Wordbridge School
Link copied!