ঢাকা: চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। চোট কাটিয়ে তিনি দলে ফিরেছেন। তাই এই সিরিজে আবারও প্রোটিয়াদের হয়ে টস করতে দেখা যাবে তাকে।
তাছাড়া এই টেস্ট সিরিজের দলে ফিরেছেন দুই পেসার মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কুটজিয়া। দীর্ঘ ১১ মাস পর টেস্ট দলে ফিরেছেন এই দুই পেসার। ক্যারিয়ারের ১৩ টেস্টের সবশেষটি ইয়ানসেন খেলেছেন গত জানুয়ারিতে, ভারতের বিপক্ষে। ঘরের মাঠের ওই সিরিজেই নিজের তৃতীয় ও সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন কুটজিয়া।
বাংলাদেশ সিরিজের দল থেকে ডেন পিটকে বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেশাভ মহারাজের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন সেনুরান মুথুসামি।
আগামী ২৭ নভেম্বর ডারবানে শুরু দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কুটজিয়া, টনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।
আইএ