• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতে আসছেন লিওনেল মেসিরা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২১, ২০২৪, ০৩:৩৬ পিএম
ভারতে আসছেন লিওনেল মেসিরা

ঢাকা: ভারতীয় আর্জেন্টাইন সমর্থকরা বড় সুখবরই পেতে যাচ্ছে। ২০২৫ সালেই ভারতের কেরালা রাজ্যে দেখা যেতে পারে ‍লিওনেল মেসিদের।

বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।  

তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর ফুটবল দল আর্জেন্টিনা ও লিওনেল মেসি কেরালায় আসছেন। এই হাই প্রোফাইল ফুটবল ম্যাচটি আয়োজনের জন্য সব আর্থিক সাহায্য রাজ্যের ব্যবসায়ীরা দেবেন।’

ক্রীড়ামন্ত্রীর এমন কথা বলার কিছুক্ষণ পর রাজ্যের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বার্তা দেন। 

তিনি লেখেন, ‘কেরালা ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছর কেরালায় আসছে। এটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের চেষ্টা ও আর্জেন্টিনার সাহয্যের কারণে। ’

আবদুরাহিমান জানান, ম্যাচটির নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বে সরাসরি থাকবে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে এখানে ফুটবল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনাকে এনে সেটি আরও বাড়াতে চান তারা।

এআর

Wordbridge School
Link copied!