ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে সিনিয়র সহকারী কোচ হিসেবে গেলেও এবার নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এ সফরে তিনি পালন করবেন ব্যাটিং কোচের ভূমিকা।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। তাই সদ্যনিযুক্ত সালাহউদ্দিন ক্যারিবীয় সফরে ব্যাটিং বিভাগ দেখভাল করবেন।
বাংলাদেশ জাতীয় দলে দেশীয় কোচরা ছিলেন অনাগ্রহে। তবে সময়ের পালাবদলে আবারও জাতীয় দলের সঙ্গী হয়েছেন দেশের অন্যতম কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২০১১ সালে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর এক যুগ আর জাতীয় দলের সঙ্গে দেখা যায়নি তাকে। নতুন বোর্ড সভাপতি দায়িত্ব নেওয়ার পর স্থানীয় কোচদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত ৫ নভেম্বর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সফর করে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতায় সেই সফরে যেতে পারেননি সালাউদ্দিন। আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট তাদের প্রতিবেদনে জানিয়েছে সালাউদ্দিনের ভূমিকা বদলের বিষয়টি। ক্রিকবাজের প্রতিবেদনে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, ‘হেম্প দলের অংশ নন কারণ আমরা মোহাম্মদ সালাহউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছি। তিনি আমাদের ব্যাটিং দেখবেন।’
এখন তার থাকার কথা ছিল অ্যান্টিগায় টিম বাংলাদেশের সাথে। কিন্তু বাংলাদেশ দলের অ্যানালিস্ট মহসিন শেখ এখন আছেন আরব আমিরাতে সাকিব আল হাসানের দল ‘বাংলা টাইগার্স’-এর সঙ্গে। কেন ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মহসিন শেখ?
তার প্রকৃত কারণ জানা যায়নি। তবে বিসিবি থেকে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এ পাকিস্তানি বংশোদ্ভুত অ্যানালিস্ট ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে থাকছেন না।
আগামীতেও থাকবেন কিনা বিসিবির ওই নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, আগামী বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে কাজ করবেন মহসিন শেখ।
এদিকে শুধু জাতীয় দলের অ্যানালিস্টই নন, ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচিং স্টাফে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। তাকেও টিম ম্যানেজমেন্টের বাইরে রাখা হয়েছে।
জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার আগে হেম্প ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ। তাকে হয়তো আগের কর্মক্ষেত্রেই ফেরানো হবে।
এদিকে হেম্পকে সরিয়ে নেওয়া কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্যারিবীয় সফরে ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন। তাই ডেভিড হেম্পকে আর কোচিং প্যানেলে রাখা হয়নি।
এআর