ঢাকা : ইন্টারমায়ামিকে লিগস কাপ জিতিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ দেওয়া কোচ জেরার্দো মার্তিনো। তার কোচিংয়েই এ মৌসুমে রেকর্ড গড়ে সাপোর্টাস শিল্ডও জেতে মায়ামি। তবু মৌসুম শেষে পদত্যাগ করলেন তিনি। সংবাদমাধ্যমে খবর ব্যক্তিগত কারণেই নাকি মায়ামির দায়িত্ব ছেড়েছেন মার্তিনো। এরপর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। মায়ামিতে মেসি-সুয়ারেজদের নতুন কোচ হবেন কে।
আলোচনায় আসছে জিনেদিন জিদান-জাভি হার্নান্দেজের মতো হাই প্রোফাইল কোচের নাম।
টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, শুক্রবার মার্তিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন। ধারণা করা হচ্ছে এমএলএস কাপে প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেওয়াতেই দায়িত্ব ছাড়ছেন তিনি।
চলতি বছরে মে মাসে জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। এরপর আর তিনি নতুন কোনো ক্লাবে যুক্ত হননি। ধারণা করা হচ্ছে মেসির সঙ্গে ভালো সম্পর্কের কারণে এবং বার্সেলোনাতে কোচ হিসেবে অতীতে সাফল্য পাওয়ায় জাভি হতে পারেন মায়ামির নতুন কোচ। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা সেই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, মেসিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে জাভির পুনর্মিলন হওয়ার সম্ভাবনা কম। দুপক্ষের মধ্যে এ নিয়ে এখনো কোনো যোগাযোগ হয়নি। এমনকি জাভির এই নিয়োগ অসম্ভব।
মায়ামির কোচ হওয়ার তালিকায় সামনে আসছে আরেক সাবেক বার্সেলোনা খেলোয়াড়ের নাম। তিনি আর্জেন্টিনা দলেও মেসির সতীর্থ ছিলেন। হাভিয়ের মাশ্চেরানো। বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে আছেন মাশ্চেরানো।
এদিকে মুন্দো দেপোর্তিভো বলছে, ইন্টার মায়ামির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সিলভিনহো। এই ব্রাজিলিয়ান কোচ বর্তমানে আলবেনিয়া জাতীয় দলের দায়িত্বে আছেন। সিলভিনহো খেলোয়াড় জীবনে খেলতেন লেফট ব্যাকে। ক্লাব পর্যায়ে শুরুটা করেছিলেন করিন্থিয়ান্সের হয়ে। এরপর আর্সেনাল, সেলতা, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটিতে খেলেছেন। সিলভিনহো ক্লাব পর্যায়ে লিও, করেন্থিয়ান্সের কোচও ছিলেন। দলকে সালভিনহো অ্যাটাকিং স্টাইলে খেলিয়ে থাকেন। তবে কোচ হিসেবে সিলভিনহোর পরিসংখ্যান যে খুব ভালো তা নয়। সব মিলিয়ে ৭৬ ম্যাচে জয় ২৮টি, ড্র ২৩টি, হার ২৫টিতে।
জিনেদিন জিদানও হতে পারেন মায়ামির নতুন কোচ। কারণ হিসেবে বলা হচ্ছে মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে জিদানের ভালো সম্পর্ক। জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে ফুটবল থেকে দূরে আছেন। এ ছাড়া বর্তমানে রিভারপ্লেটের আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দো, গিসের ক্লাব অ্যাথেন্সের আর্জেন্টাইন কোচ মাতিয়াস আলমেইদার নামও আছে এই তালিকায়।
এমটিআই