ঢাকা: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। আগামীকাল প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
সেখানে অনুশীলনের ফাঁকে দলের ক্রিকেটারদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে। বিশেষ করে সমুদ্রপাড়ে দেখা গেছে দলের অনেক ক্রিকেটারদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে যাওয়ার ছবি আপলোড করেন কয়েকজন ক্রিকেটার। যেখানে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের রোষানলে পড়েন টাইগাররা। একের পর এক সমালোচনা এবং কটাক্ষ করে অনেকে মন্তব্য করতে থাকেন টাইগারদের আপলোড করা ছবিতে।
কেউ কেউ বলছেন, জনগণের টাকায় পিকনিক আর কত? আবার কেউ বলছেন, মাঠের খেলায় পারে না কিন্তু ঘুরার বেলায় পটু। আবদুল্লাহ নামের এক ক্রিকেট ভক্ত মন্তব্য করেন, আমাদের শিক্ষা সফর আর শেষ হল না।
রাজিব নামের একজন বলেন, পিকনিক শেষ করে তাড়াতাড়ি দেশে চলে আসেন। অমিথ নামের একজন বলেন, যেভাবে ঘুরতেছেন সেভাবে অন্তত খেলাটাও খেইলেন। এমনকি অনেক ক্রিকেট ভক্ত টাইগারদের পিকনিক মুডে না থেকে প্র্যাকটিসে নজর দেয়ারও পরামর্শ দেন।
ভক্তদের এই সমালোচনা অবশ্য অমূলক নয়। গত কয়েকটি সিরিজেই একের পর এক হতাশাজনক পারফরম্যান্স উপহার দিচ্ছেন টাইগার। সবশেষ আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে ওয়ানডে সিরিজ। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারদের পিকনিক মুডের ছবি মেনে নিতে পারছেন না সাধারণ ক্রিকেট ভক্তরা।
এআর