• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
আজ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু

জুলাইয়ে শহিদদের স্মরণে চ্যালেঞ্জ কাপ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২২, ২০২৪, ০৬:৩৭ পিএম
জুলাইয়ে শহিদদের স্মরণে চ্যালেঞ্জ কাপ

ঢাকা : ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ নামে এক ম্যাচের টুর্নামেন্ট দিয়ে আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ফেডারেশন কাপে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুদলের ম্যাচটি বিকাল পাঁচটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে। 

এই ম্যাচের টিকিট থেকে পাওয়া অর্থ এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের প্রাইজমানি সবই তুলে দেওয়া হবে জুলাই ও আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ স্মৃতি ফাউন্ডেশনে। টিকিট পাওয়া যাবে কিংস অ্যারেনার কাউন্টারে। টি স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

কিংস অ্যারেনার গ্যালারির উপরের অংশে আঁকা হয়েছে শহিদ আবু সাঈদ ও মুগ্ধর ছবি। পাশেই লেখা ‘৩৬ জুলাই’ (ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের দিন ৫ আগষ্ট)। চিত্রে ফুটে উঠেছে জুলাই ও আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের দৃশ্য। শহিদদের স্মৃতিকে তুলে ধরতে গত দুদিন ধরে এই চিত্রকর্মগুলো আঁকা হয়েছে বলে জানান কিংস অ্যারেনার কিউরেটর সাবেক তারকা অ্যাথলেট মো. ইয়াহিয়া। 

গত মৌসুমের ফেডারেশন কাপ ও স্বাধীনতা দিবস টুর্নামেন্ট এবং প্রিমিয়ার লিগ- তিনটি আসরেই রানার্সআপ হয়েছিল মোহামেডান। নতুন মৌসুমে কি লক্ষ্য? এমন প্রশ্নে সাদা-কালো শিবিরের কোচ আলফাজ আহমেদের উত্তর, ‘আমরা এবার শিরোপা জেতার জন্য লড়ব।’ 

বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ নিয়ে এই কোচের অভিমত, ‘এটা একটু নতুনত্ব। আমরা আসলে এতে অভ্যস্ত নই। এই বছর থেকে শুরু করলাম। আগামী বছর থেকে আরও ভালোভাবে এই ম্যাচকে নিতে পারবো। আমরা ভালোমতো প্রস্তুতি নিয়েছি ম্যাচটি খেলার জন্য। আমার দলে কোনো ইনজুরি নেই। সবাই সুস্থ। ইনশাআল­াহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামবো।’ শিষ্যদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী আলফাজ। 

তিনি বলেন, ‘গতবারের তুলনায় আমার কাছে এই বছর মোহামেডান কিছুটা বেটার। সব সাইড ভাল আমাদের।’

জুলাই ও আগস্টের শহীদদের স্বরনে চ্যালেঞ্জ ২.০ প্রাইজমানি শহিদদের ফাউন্ডেশনে দেওয়া বিষয়ে আলফাজ বলেন, ‘এমন উদ্যোগ আমি প্রথম শুনলাম। যদিও চ্যালেঞ্জ কাপটা নিয়ে খুব দোটানার মধ্যে ছিলাম, হবে কী হবে না। খুবই ভালো একটা উদ্যোগ। 

এই অর্থ যদি শহীদদের ফাউন্ডেশনে দেয়া হয়, আমি মনে করি এটা মহৎ উদ্যোগ। দর্শকদের অনুরোধ করবো তারা যেন এসে খেলা দেখেন।’

কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা অবশ্য শিরোপার বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারলেন না। 

তিতা বলেন, ‘ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে আমাদের ফল বাজে ছিল। তিন ম্যাচে, তিন হার।।যেটা এই প্রথম ঘটেছে আমার কোচিং ক্যারিয়ারে। তবে আমি মনে করি সেই তিন ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। এ বছর আমাদের অনেক পরিবর্তন হয়েছে। রাকিব হোসেন খেলতে পারবে না। 

গত আসরে খেলা আমাদের ব্রাজিলিয়ান ডরিয়েলটন এবং রবসনও নেই। তাই আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা আমাদের জন্য অনেক টাফ হবে। আগের বারের মতো এতো সহজ হবে না। সবাই শতভাগ দিয়ে কালকের ম্যাচটা জেতার চেষ্টা করব।’

এমটিআই

Wordbridge School
Link copied!