ঢাকা: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
এদিকে এই ম্যাচে বাংলাদেশের ১৪ নম্বর টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অধিনায়ক করা হয়েছে মিরাজকে।
শুধু টেস্ট অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরুই নয়, এ ম্যাচটি মিরাজের জন্য অন্য আরেকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। এটা যে তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ৫০ বা তার বেশী টেস্ট খেলা ৮ নম্বর ক্রিকেটার হলেন মিরাজ।
অধিনায়ক হিসেবে প্রথম, আর ক্যারিয়ারের ৫০ নম্বর টেস্ট-এমন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত মিরাজ। টাইগার অধিনায়ক বলেন, ‘৫০টা টেস্ট খেলবো এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি মনে করি দেশের জন্য ৫০টা টেস্ট খেলা অনেক বড় অর্জন। আশা করি এটা আমার জন্য বড় অর্জন হয়েই থাকবে। যেন স্মরণীয় করে রাখতে পারি।’
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার রোচ ও জেডেন সিলস।
আইএ
আপনার মতামত লিখুন :