• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১০৪ রানে অলআউট অস্ট্রেলিয়া, ৪৬ রানের লিড ভারতের


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৩, ২০২৪, ১০:৩৯ এএম
১০৪ রানে অলআউট অস্ট্রেলিয়া, ৪৬ রানের লিড ভারতের

ঢাকা: শেষ দিকে মাটি কামড়ে থাকলেন মিচেল স্টার্ক। তবুও শেষ রক্ষা হল না অস্ট্রেলিয়ার। কোনো মতে একশ পার করলেও ৪৬ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করল অজিরা।  

পার্থে শেষ উইকেটে জশ হ্যাজলউডকে নিয়ে গড়লেন ইনিংস সর্বোচ্চ ২৫ রানের জুটি। যে জুটির কারণে বেশ কয়েকটি ভুলে যাওয়ার মতো রেকর্ড সঙ্গী হয়নি অস্ট্রেলিয়ার।

প্রথম সেশনের শেষ ওভারে আউট হওয়া হর্ষিত রানার বলে আউট হওয়া স্টার্ক করেছেন ২৬ রান। যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। স্টার্ক ব্যাটসম্যান হয়ে ওঠায় ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে ১০৪ রান। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতের লিড এখন ৪৬ রানের।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ ছিল ৮৩ রান। সে ঘটনা ৪৩ বছর আগের, মেলবোর্নে। আজ এর আগেও অলআউট হতে পারত অস্ট্রেলিয়া, যদি না দলীয় ৮২ রানে বুমরার বলে শেষ ব্যাটসম্যান হ্যাজলউডের ক্যাচ ঋষভ প্যান্ট না ছাড়তেন। 

একুশ শতকে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ ছিল ৮৫ রান। প্যান্টের ক্যাচ মিসে সেটিও ছাড়ায় অস্ট্রেলিয়া। বুমরাহ উইকেট নিয়েছে ৫টি। হার্ষিত রানা ৩টি আর সিরাজ নিয়েছেন ৩ উইকেট।

এআর

Wordbridge School
Link copied!