• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,
নিলাম

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন প্যান্ট


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০২৪, ০৫:১৮ পিএম
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন প্যান্ট

ঢাকা: চলছে আইপিএলের নিলাম। মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। 

গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ারকে রিটেইন করেনি কলকাতা। যদিও নিলামে ৯ কোটি ৭৫ লাখ রূপি পর্যন্ত আইয়ারকে পেতে বিড করেছিল দলটি। 

তবে আইয়ার নিলামের রেকর্ড ভাঙতে না ভাঙতেই তাকে ছাড়িয়ে গেলেন রিশাভ। অর্থাৎ আইয়ারের রেকর্ড টিকল না ৩০ মিনিটও। তার রেকর্ড ভেঙে রেকর্ড ২৭ কোটি রূপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে। কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রূপিতে কিনেছে গুজরাট টাইটানস।

এবার যে নিলামটি হচ্ছে, সেটি ‘মেগা’। ফ্র্যাঞ্চাইজিগুলো গত মৌসুমের দল থেকে সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় ধরে রাখতে পেরেছে। ১৮ থেকে ২৫ জনের দল গড়তে বাকি সব খেলোয়াড়ই নিতে হবে নিলাম থেকে। 

আইপিএল খেলতে চেয়ে এবার নাম লিখিয়েছিলেন মোট ১ হাজার ৫৭৫ জন ক্রিকেটার। এই তালিকা থেকে ৯৯৯ জনকে বাদ দিয়ে নিলামের জন্য ৫৭৬ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজি দল সেখান থেকে ২০৪ জনকে হবে, এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৭০ জন।

দল বানানোর জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি রুপি খরচ করতে পারবে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে এই খরচের মাত্রা ছিল ২০ কোটি রুপি। ১৬ বছরে দলগুলোর খরচের সুযোগ বেড়েছে পাক্কা ৬ গুণ।

এআর

Wordbridge School
Link copied!