• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
নিলাম

স্টার্কের দাম কমে ১১ কোটিতে, চড়া দামে দল পেলেন বাটলার-মিলার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০২৪, ০৫:৪৪ পিএম
স্টার্কের দাম কমে ১১ কোটিতে, চড়া দামে দল পেলেন বাটলার-মিলার

ঢাকা: চলছে আইপিএলের নিলাম। এবার সানরাইজার্স হায়দরাবাদে ভারতীয় পেসার মোহম্মদ শামি। ১০ কোটি রূপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চোটের কারণে ২০২৩ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি শামি। 

এদিকে ১৫ কোটি ৫০ লাখ রূপিতে গুজরাট টাইটানসে জস বাটলার। ৭ মৌসুম ধরে এর আগে রাজস্থানে খেলেছেন বাটলার।

গত মৌসুমের সবচেয়ে দামী ক্রিকেটার স্টার্ককে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তবে তার দাম ২৪ কোটি থেকে কমে এবার উঠেছে ১১ কোটি ৭৫ লাখ রূপি।

এছাড়া আইয়ার বিক্রি হয়েছিলেন ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকল না ৩০ মিনিটও। 

তার রেকর্ড ভেঙেছেন ঋষভ প্যান্ট। রেকর্ড ২৭ কোটি রূপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।

এআর

Wordbridge School
Link copied!