• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
নিলাম

কেএল রাহুল-চাহালের দামও আকাশচুম্বী, আরও যারা দল পেলেন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০২৪, ০৬:১০ পিএম
কেএল রাহুল-চাহালের দামও আকাশচুম্বী, আরও যারা দল পেলেন

ঢাকা: চলছে আইপিএলের নিলাম। বিরতির আগে সবশেষ খেলোয়াড় হিসেবে কেএল রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। রাহুলের দাম অবশ্য খুব বেশি উঠল না। তাকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র ১৪ কোটি রূপিতে।

এদিকে ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার দাম উঠেছে ৮ কোটি ৭৫ লাখ রূপি।

সিরাজ এবার গুজরাটে
মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটের গুনতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রূপি। গত ৮ মৌসুম ধরে বেঙ্গালুরুতে খেলেছেন সিরাজ। এবার পেলেন নতুন দল।

যুজবেন্দ্র চাহালের দাম ১৮ কোটি রূপি
ফুরিয়ে যাননি চাহাল। অন্তত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সেটাই মনে করছে। অনেক কাড়াকাড়ির পর চাহালকে ১৮ কোটি রূপিতে কিনেছে পাঞ্জাব কিংস।
 
এবার যে নিলামটি হচ্ছে, সেটি ‘মেগা’। ফ্র্যাঞ্চাইজিগুলো গত মৌসুমের দল থেকে সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় ধরে রাখতে পেরেছে। ১৮ থেকে ২৫ জনের দল গড়তে বাকি সব খেলোয়াড়ই নিতে হবে নিলাম থেকে। 

আইপিএল খেলতে চেয়ে এবার নাম লিখিয়েছিলেন মোট ১ হাজার ৫৭৫ জন ক্রিকেটার। এই তালিকা থেকে ৯৯৯ জনকে বাদ দিয়ে নিলামের জন্য ৫৭৬ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজি দল সেখান থেকে ২০৪ জনকে হবে, এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৭০ জন।

এআর

Wordbridge School
Link copied!