Menu
ঢাকা: চলছে আইপিএলের প্রথম দিনের নিলাম। রিশাভ প্যান্ট, শ্রেয়াস আইয়ারের পর চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড় হলেন ভেঙ্কাটেশ আইয়ার। তার দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ।
আইয়ারকে পেতে লড়াই করেছে বেঙ্গালুরু ও কলকাতা। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে তার পুরোনো দল কলকাতাই নিয়েছে।
মার্কাস স্টায়নিস
অজি এই অলরাউন্ডারকে ১১ কোটিতে কিনেছে পাঞ্জাব কিংস। আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লাখ রূপিতে পেয়েছে লক্ষ্ণৌ।
এদিকে ঘরে ফিরলেন অশ্বিন
আবার চেন্নাই সুপার কিংসে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। তাকে ফিরে পেতে চেন্নাই খরচ করেছে ৯ কোটি ৭৫ লাখ রূপি। ২০০৯ থেকে ২০১৫ মৌসুম পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন অশ্বিন।
রাচিন রবীন্দ্র থাকছেন চেন্নাইতেই
নিউজিল্যান্ডের উঠতি তারকা রাচিন রবীন্দ্রকে ৪ কোটি রূপিতে কিনেছে তার পুরোনো দল চেন্নাই সুপার কিংস।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT