Menu
ঢাকা: চলছে আইপিএলের প্রথম দিনের নিলাম। দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ানসে খেলা ঈশান কিষান এবার খেলবেন হায়দরাবাদে। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে ১১ কোটি ২৫ লাখ রূপিতে কিনেছে হায়দরাবাদ।
ম্যাক্সওয়েল
নিলামে নাম উঠলেই ঝড় তোলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। তবে এবার আর সেটি হল না। স্বদেশী তরুণ তুর্কী ফ্রেসার ম্যাকগার্কের চেয়েও কম দামে বিক্রি হলেন বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাকগার্ককে ৯ কোটি রূপিতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে নিয়েছে তার পুরোনো দল দিল্লি।
আর ম্যাক্সওয়েল বিক্রি হলেন ৪ কোটি ২০ লাখ রূপিতে। বলতে গেলে ডানহাতি এই ব্যাটসম্যানকে কম দামেই পেয়ে গেছে পাঞ্জাব। ম্যাক্সওয়েল এর আগে দুই দফায় পাঞ্জাবে খেলেছেন ৫ মৌসুম।
জশ হ্যাজলউড
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে কিনতে বিরাট কোহলির বেঙ্গালুরুর খরচ করতে হয়েছে ১২ কোটি ৫০ লাখ রূপি।
জনি বেয়ারস্টো
ইংলিশ ব্যাটসম্যানকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল।
ফিল সল্ট
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের বর্তমান ওপেনার ফিল সল্টকে কিনতে বেঙ্গালুরু খরচ করেছে ১১ কোটি ৫০ লাখ।
গুরবাজ
মাত্র ২ কোটি রূপিতে রহমানউল্লাহ গুরবাজকে পেয়ে গেছে কলকাতা।
ডি কক
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে ৩ কোটি ৬০ লাখ রূপিতে নিয়েছে কলকাতা।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT